সৌদি রাজা সালমানের সফল অস্ত্রোপচার
সৌদি আরবের রাজা ৮৪ বছর বয়সী সালমান বিন আবদুল আজিজের সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি গলব্লাডারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। অস্ত্রোপচার করে সেটি সরানো হয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এর আগে চলতি সপ্তাহে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রয়টার্স জানিয়েছে, ২০১৫ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোতে তেল রফতানি করে আসছেন। বিশ্বে তেল রফতানিকারক দেশের মধ্যে অন্যতম সৌদি আরব।