পদ্মার পেটে বন্দরখোলা ইউনিয়নের একমাত্র বিদ্যালয়
পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ভাঙনে চরাঞ্চলের শতাধিক বাড়িঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে শিবচরের বন্দরখোলা ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ওই বিদ্যালয়টির নাম নূরুদ্দিন মাদবরের কান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৯ সালে নূরুদ্দিন মাদবরের কান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টিতে শিবচর উপজেলার মমিন উদ্দিন হাওলাদারকান্দি, জব্বার আলী মুন্সীকান্দি, বজলু মোড়লের কান্দি, মিয়া আজম বেপারীর কান্দি, রহমত হাজীর কান্দি, জয়েন উদ্দিন শেখ কান্দি, মসত খাঁর কান্দিসহ প্রায় ২৪টি গ্রাম ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুরসহ বেশ কয়েকটি গ্রামের ছেলে-মেয়েরা লেখাপড়া করে। বিদ্যালয়ে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে।