You have reached your daily news limit

Please log in to continue


সড়কে ফল বিক্রি করা পিএইচডিধারী তরুণীর বক্তব্য ভাইরাল

ঝরঝরে ইংরেজিতে লকডাউনের প্রতিবাদ করছেন রাইসা আনসারি নামের এক তরুণী। এ দৃশ্য দেখে থেমে যাচ্ছে মানুষ। তরুণীকে ঘিরে রেখে তার প্রতিবাদ শুনছে সবাই। তরুণীটি একজন ফল বিক্রেতা। সড়কে ফল বিক্রি করলেও তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু পিএইচডি। যা শুনে সবাই হতবাক। ভারতের ইন্দোর শহরের মালওয়া মিল এলাকায় ইংরেজি ভাষায় লকডাউনের প্রতিবাদ করেন ওই তরুণী। প্রতিবাদের এ দৃশ্য ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যা বুধবার থেকেই ভাইরাল হচ্ছে। করোনাভাইরাস বিস্তার রোধে ইন্দোরে বারবার লকডাউন জারি করছে প্রশাসন। প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তিনি। তার অভিযোগ, বারবার লকডাউন জারি করায় ফল ও সবজি বিক্রেতাদের উপার্জন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন