নির্মাণ শেষের আগেই ব্রিজ নদীতে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সুরিয়া নদীতে ভূটিয়ারকোনা-কিল্লাতাজপুরে নির্মাণাধীন ব্রিজের এক তৃতীয়াংশ ধসে গেছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও দুর্বল পাইলিংয়ের কারণে ঢালাই চলাকালীন নদীতে ধসে যায় ব্রিজটি।সরেজমিনে নির্মাণ এলাকায় গিয়ে দেখা যায়, ব্যবহার করা স্তূপীকৃত পাথরের বেশিরভাগই মৃত পাথর! শর্তানুযায়ী প্রকল্প এলাকায় সাইনবোর্ডের বিধান থাকলেও তা মানা হয়নি। নেই নির্মাণ কাজের সাইনবোর্ড!
- ট্যাগ:
- বাংলাদেশ
- ব্রিজ ধস
- নির্মাণাধীন ব্রিজ