You have reached your daily news limit

Please log in to continue


নভেল করোনাভাইরাস ঠেকাতে প্রাকৃতিক হার্ড ইমিউনিটি নয়, চাই টিকা

হার্ড ইমিউনিটি— ইংরেজি এ শব্দ শুনে মনে হতে পারে এর মানে হলো Hard Immunity। উচ্চারণ এক হলেও এখানে হার্ড হলো Herd; Hard বা শক্ত নয়। আর ইংরেজি শব্দ Herd-এর বাংলা অর্থ হচ্ছে পাল বা একদল প্রাণী বা জনগোষ্ঠী। ডিকশনারি খুঁজলে দেখা যাবে Herd শব্দের অর্থ হচ্ছে পশুর পাল। আর Immunity মানে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। পশুর পাল মূলত ভেড়ার পালের রোগ প্রতিরোধ ক্ষমতার ধারণা থেকে হার্ড ইমিউনিটির উত্পত্তি এবং প্রচলন হয়েছে বলে জানা যায়। ভেড়ার পালের মোটামুটি ৮০ শতাংশের টিকা বা সংক্রমণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে পালের বাকি ২০ শতাংশসহ সবাই নিরাপদে থাকে। হার্ড ইমিউনিটি শব্দটির উত্পত্তি শতবর্ষ আগে হলেও এটি খুব ব্যাপকভাবে ব্যবহার হয়নি। এটি বেশি আলোচনায় এসেছে বর্তমান নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ সংকটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন