![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F23%2Fnarayan.jpg%3Fitok%3Dsj8LMfee)
নারায়ণগঞ্জে জেএমবির এহসার সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এহসার সদস্য নাসিমূলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার ধামরাই থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাসিমূল র্যাব-১১ এর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি পলাতক ছিলেন। নারায়ণগঞ্জের আদমজী থেকে র্যাব-১১ এর প্রধান কার্যালয়ের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকার ধামরাই থেকে জেএমবির এহসার সদস্য নাসিমূল ঈশান চৌধুরী ওরফে নাসিম ওরফে ঈশানকে (২৫) গ্রেপ্তার করে।