শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গাজীপুরে পাইলট প্রকল্প
নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অবস্থার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার ও জ্ঞানভিত্তিক সমাধানের প্রয়োগ বাড়ানো আবশ্যক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিগ ডাটা ও নমুনা জরিপ পদ্ধতি প্রয়োগ করে শিল্প প্রতিষ্ঠানসমূহে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) সভাটির আয়োজন করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিদ্যুৎ সরবরাহ
- পাইলট প্রকল্প