সব চূড়ান্ত হলেও শুধু নাকি টাকার অভাবে অপ্রকাশিত রয়ে যাচ্ছে প্রয়াত এরশাদের অসমাপ্ত আত্মজীবনী ‘আমার জীবনের অবশিষ্ট অধ্যায়’। হুসেইন মুহম্মদ এরশাদ জীবদ্দশায় বইটি চূড়ান্ত করেছিলেন।
কিন্তু হঠাৎ হাসপাতালে চলে যাওয়ায় বইটির প্রকাশনা থেমে যায়। দেখতে দেখতে পরলোকগমনের এক বছর পেরিয়ে গেলো তবুও সেই বইটি আলোর মুখ দেখছে না।অর্থ সংকটের কথা বলা হলেও সাধারণ কর্মীরা এটি মানতে নারাজ। তারা মনে করছেন, এরশাদ অনেকটা অনাদরে থাকছে শীর্ষনেতাদের কাছে। যতটুকু নিজেদের জন্য প্রয়োজন সেটাই করছেন। তা যদি নাই হবে তাহলে মৃত্যু বার্ষিকীতেও পার্টি কেন্দ্রীয়ভাবে কোনো পোস্টার হলো না কেন।
জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দেখেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে রাজনীতি করছে। বিএনপির জিয়ার আদর্শকে ক্যাশ করে রাজনীতি করছে। জাতীয় পার্টিকেও বাঁচতে হলে এরশাদের আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। জাতীয় পার্টি কিন্তু সেই কাজটি যথাযথ ভাবে করতে পারছে না। এমন হলে জাতীয় পার্টি ধীরে ধীরে হারিয়ে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.