![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbogura-20200723161224.jpg)
৯৩ বস্তা সরকারি চাল পাচারের সময় দুই আ.লীগ নেতা গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলায় কালোবাজারে পাচারের সময় তিন হাজার ২৬৫ কেজি ওজনের ৯৩ বস্তা ভিজিএফের চালসহ পুলিশের হাতে ধরা পড়েছেন দুই আওয়ামী লীগ নেতা।
তারা হলেন- সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মন্ডল (৪৫) ও ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন (৩৮)। ধুনট উপজেলার যমুনা নদীর শহরাবাড়ি ঘাট এলাকা দিয়ে ট্রলারযোগে চালগুলো পাচার করা হয়। ট্রলারসহ ওসব চাল জব্দ করা হয়।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ট্রলারে করে ৯৩ বস্তা চাল সারিয়াকান্দি থেকে যমুনা নদী দিয়ে নিয়ে যাওয়া হয় ধুনট উপজেলার শহরাবাড়ি ঘাটে। সেখানে থেকে চাল নামানোর সময় ট্রলারসহ চাল জব্দ করে পুলিশ। এ সময় চালের মালিক যুবলীগ নেতা আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে আল আমিনের তথ্য অনুযায়ী সারিয়াকান্দি থেকে আওয়ামী লীগ নেতা মজনু খানকে গ্রেফতার করে পুলিশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে