‘গরুকে বিক্রি করতে না পারলেনিঃস্ব হয়ে যাব’
কদিন পরই কুরবানি ঈদ। কিন্তু লোকসানের শঙ্কায় দিন পার করছেন খামারিরা। বৈশ্বিক মহামারিতে ঝিনাইদহে বন্ধ আছে পশুর হাট। কুষ্টিয়াতে সাপ্তাহিক গরুর হাটও ক্রেতা শূন্য। ক্রেতা না থাকায় এবারের কোরবানিতে লাভ নিয়ে চিন্তিত খামারিরা।
কোরবানি ঈদ উপলক্ষে পালন করা গরু নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝিনাইদহ ও কুষ্টিয়ার খামারিরা। একদিকে গোখাদ্যের চড়া দাম। অন্যদিকে করোনায় পশু হাট বন্ধ ও ক্রেতা সংকট হওয়ায় দুশ্চিন্তায় খামার সংশ্লিষ্ট সবাই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গরু
- কোরবানি ঈদ
- খামারি