অতি সম্প্রতি ১৮ পৃষ্ঠার একটি খসড়া চুক্তির বিষয়বস্তু প্রকাশিত হয়েছে নিউইয়র্ক টাইমস পত্রিকায়। চুক্তিটি খুব শিগগিরই সম্পাদন করতে যাচ্ছে ইরান ও চীন। নিউইয়র্ক টাইমস আগাম সংগ্রহ করে প্রকাশ করে বড়সড় কৃতিত্বের অধিকারী হয়েছে। চুক্তিটি দীর্ঘমেয়াদি চুক্তি। ২৫ বছর ধরে চীন ইরানে ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু তোয়াক্কা না করে চীন এবং ইরান তাদের মধ্যে এই ২৫ বছরের ‘কৌশলগত সহযোগিতার’ চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন স্বয়ং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি সম্প্রতি জানিয়েছেন, ইরানের মন্ত্রিসভা চুক্তির চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে। বাকি রয়েছে দুই দেশের পার্লামেন্টের অনুমোদন এবং দুই প্রেসিডেন্টের সই। পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য ডজনখানেক বিশ্লেষকরা বলছেন, চীন ও ইরানের এই চুক্তি মধ্যপ্রাচ্য তথা এশিয়ার বিরাট একটি অংশের ভূ-রাজনৈতিক চালচিত্র বদলে দেবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.