চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ ওয়ার্ড ‘রেডজোনে’
চুয়াডাঙ্গা পৌর এলাকার তিনটি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ৪,৭ ও ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় লকডাউন শুরু হয়।
এর আগে বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় এ তিনটি ওয়ার্ডের নয়টি পাড়া লকডাউনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।