![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Faishwarya-rai-20200723112123.jpg)
রাগ করে ক্যামেরার সামনেই কাঁদলেন ঐশ্বরিয়া
করোনায় আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত। এমন কী তাদের পরিবারের সব চেয়ে গুরুজন অমিতাভ বচ্চনও করোনায় আক্রান্ত। তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে বলিউড আতঙ্কিত। বাড়িতে থেকে করোনার চিকিৎসা করালেও শেষ পর্যন্ত শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বরিয়া ও আরাধ্যাকে।