করোনা পঙ্গপালের পর নতুন চমক ‘সামুদ্রিক তেলাপোকা’
বিজ্ঞানীদের জন্য এ বছরটা নাকি অন্যরকম। কারণ, বছরের শুরুতেই প্রাণঘাতী করোভাইরাসের আক্রমণ, এদিকে অনেক দেশে হানা দিয়েছে পঙ্গপালের ঝাঁক। এরই মধ্যে এবার গভীর সমুদ্রে খোলসযুক্ত জলজ প্রাণী প্রজাতির অতিকায় এক জীবের সন্ধান পেয়েছেন ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা।
এই জীবকে তারা ‘দানবাকৃতির সামুদ্রিক তেলাপোকা’ বলে বর্ণনা করেছেন। বিজ্ঞানীরা বলছেন, এটি ‘ক্রাসটেশিয়া ‘ শ্রেণিভুক্ত জীবিত অতিকায় প্রাণীগুলোর অন্যতম। নতুন এই জীবটি ব্যাথিনোমাস বর্গের অন্তর্ভুক্ত। ব্যাথিনোমাস হলো বিশাল আকৃতির আইসোপড প্রজাতির প্রাণী, যাদের পা থাকে ৭ জোড়া। বিশাল চেহারার এই জীবের দেহ চ্যাপ্টা, তাদের দেহের উপরের অংশ শক্ত আবরণে ঢাকা থাকে।