৮ বছর পর কোনো শিশুর জন্ম, উৎসবের আমেজে ইতালির ছোট্ট গ্রাম

এনটিভি ইতালি প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ১০:১৫

ইতালির লোম্বারডিতে পাহাড়ের ওপর ছোট্ট গ্রাম মোরতেরোন। আট বছর পর ওই গ্রামে কোনো শিশুর জন্ম হলো। নতুন বাসিন্দার আগমনে ইতালির ক্ষুদ্রতম গ্রামটির লোকসংখ্যা বেড়ে হলো ২৯ জন। যে বাড়ির শিশু, তার দরজায় রিবন দিয়ে সাজিয়ে পুরো ব্যাপারটার মধ্যে একটা উৎসবের আমেজ এনেছেন গ্রামবাসীরা। সবাই উৎফুল্ল। নবজাতকের নাম রাখা হয়েছে ডেনিস।

ইতালির পুরোনো প্রথা হলো, গ্রামে কোনো শিশুর জন্ম হলে সে বাড়ির দরজায় রিবন বেঁধে সবাইকে তা জানান দেওয়া। ছেলেশিশু হলে নীল রিবন আর মেয়ে হলে গোলাপি। ২০১২ সালের পর আবার মোরতেরোন গ্রামে রিবন সাজানোর সময় এলো। সে প্রথা মেনেই ডেনিসের মা-বাবা সারা ও মাত্তেও তাঁদের বাড়ির দরজায় নীল রঙের রিবন লাগিয়ে ওপরে লিখে দেন ডেনিসের নাম। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও