করোনা ড্রপলেটেও বংশবিস্তার করে
কোনো আক্রান্ত ব্যক্তি কথা বলা বা শ্বাস-প্রশ্বাস কিংবা কাশি দেওয়ার সময় করোনাভাইরাস ড্রপলেটের মাধ্যমে ছড়ায়—বিজ্ঞানীরা এটা জানেন। কিন্তু এই ড্রপলেটে নিজের বংশবিস্তারের ক্ষমতা আছে কি না, এটা জানা ছিল না। নতুন এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষাগারের পরিবেশে এই ড্রপলেটেও নিজের বৃদ্ধি ঘটাতে পারে করোনাভাইরাস।
নতুন এই গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁদের এই গবেষণার পিআর রিভিউ এখনো সম্পন্ন হয়নি। তবে তার আগেই যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা প্রকল্প কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির ওয়েবসাইট মেড আর্কাইভে প্রকাশ করা হয়েছে। করোনাভাইরাসের মহামারি শুরুর পর বিভিন্ন গবেষণা এখানে প্রকাশিত হয়েছে।