যে কারণে প্রয়োজন বিদেশি বিনিয়োগ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ০৮:৫৬
বেশ কয়েক বছর ধরেই বেসরকারি খাতে বিনিয়োগের তেমন চাঞ্চল্য নেই। এর মধ্যে মহামারি আকারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ফলে বেসরকারি খাতে বিনিয়োগের খরা যেন আরও বাড়িয়ে দিয়েছে। বিনিয়োগ নেই, আসছে না নতুন কোনো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান নেই, নেই কোনো কর্মসংস্থানও। করোনা মহামারিকালে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা আসায় ইতোমধ্যে হাজার হাজার মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।
এমন পরিস্থিতিতে নতুন করে কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। সেটি দেশীয় পর্যায়ে হোক বা বিদেশি বিনিয়োগ। এছাড়া প্রতি বছর দেশের শ্রমবাজারে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকেন ২০ লাখ তরুণ। এসব তরুণের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি ও বেসরকারিভাবে পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন।