![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/07/23/liverpool-220720-03.jpg/ALTERNATES/w640/liverpool-220720-03.jpg)
শিরোপা উদযাপনের রাতে লিভারপুলের রোমাঞ্চকর জয়
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সমর্থকদের ঘরে থাকার অনুরোধ করেছিল লিভারপুল। কিন্তু সমর্থকরা তা আর শুনলো কোথায়! সবার অনুরোধ উপেক্ষা করে তারা হাজির অ্যানফিল্ডের আশপাশে। আতশবাজি ফোটানো শুরু ম্যাচের আগে। চ্যাম্পিয়ন লিভারপুলকে অভিনন্দন বার্তা লেখা ব্যানার নিয়ে আকাশে উড়ল বিমানও। এমন উদযাপনের রাতে চেলসির বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।