![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-328489-1595436579.jpg)
ভিজিএফের চাল আত্মসাৎ, ভালুকায় চেয়ারম্যান দফাদার আটক
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৬ শতাধিক হতদরিদ্র ভিজিএফের কার্ডধারী হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরের এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও আকবর হোসেন নামে এক দফাদারকে থানায় নেয়া হয়েছে।