![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/a5140ab6-68f3-4d96-a205-ad4c43b78ca4-2007221440.jpg)
চরফ্যাশনে ঘর চাপায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান
ভোলার চরফ্যাশনের চরকচ্ছপিয়ায় ঘর চাপায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিহতের পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেন।