![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-328446-1595428381.jpg)
মালয়েশিয়ায় আটক ৫৯৫১ অবৈধ অভিবাসী দেশে ফেরার অপেক্ষায়
মালয়েশিয়া থেকে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশিসহ ৫,৯৫১ জন অবৈধ অভিবাসী। করোনাভাইরাস রোধে ১৮ মার্চ থেকে শুরু হওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এবং রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) নিয়ন্ত্রণ আদেশ লকডাউন চলাকালীন এসব অবৈধ অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।