বিরল সোনালি বাঘের দেখা মিলল করোনাকালে
আমাদের চারপাশে রয়েছে নানা বৃক্ষরাজি আর প্রাণীকূল। বিভিন্ন প্রজাতি এবং সবুজায়ন একে অপরের সঙ্গে সহাবস্থান করে। তবে অনেক কিছুই আজ হারিয়ে গেছে পৃথিবী থেকে। অতিরিক্ত জনসংখ্যার জায়গা দিতে গিয়ে বন উজার হয়েছে। সেই সঙ্গে আবাসস্থল ও খাদ্যাভাবে কমেছে বন্য প্রাণীর সংখ্যা। তবে করোনা মহামারি চলাকালীন পৃথিবীতে কমেছে দূষণ, বেড়েছে বনাঞ্চল ও বন্য প্রাণীর সংখ্যা। হঠাৎ করে যেন প্রকৃতির প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায়।
এর ফলে ইন্টারনেটে প্রতিদিনই নিত্যনতুন বিষয়বস্তু উঠে আসছে। ফটোগ্রাফারদের জন্যই মূরত এসব বিরল প্রজাতির প্রাণীদের দেখা মিলছে। সম্প্রতি বিখ্যাত বন্যপ্রাণী ফটোগ্রাফার শাজ জং এক কালো চিতাকে ফ্রেমবন্দী করেন। এই কালো চিতার দেখা তিনি পেয়েছিলেন কর্ণাটকের কাবিনি বনে। কালো চিতাবাঘের সেই সুন্দর ছবি বেশ ভাইরাল হয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় আরো একটি বিরল বাঘের ছবি ঘুরছে।