যে ভয়ংকর রোগে শুধু মেয়েরাই আক্রান্ত হয়
সময় টিভি
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১৬:০৪
সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএলই, চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় লুপাস। লুপাস মূলত কম বয়সী মেয়েদের রোগ। ১৫ থেকে ৪৪ বছর বয়সী মেয়েরাই বেশি আক্রান্ত হয়। এখনও পর্যন্ত প্রায় ১৩৬৬ জনকে এই রোগে আক্রান্তকে শনাক্ত করা গিয়েছে।এই রোগের শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ এমনকি কোষও আক্রান্ত হয়। বৈশিষ্টানুযায়ী এসএলই একটি অটো ইমিউন ডিজিজ। কাজেই একে নিয়ন্ত্রণে রাখতে পারে নিয়মিত চিকিৎসা।
- ট্যাগ:
- লাইফ
- হেলথ টিপস
- লুপাস রোগ
- স্বাস্থ্য সুরক্ষা