করোনাকালের এই দুর্যোগে থমকে আছে আমাদের স্বাভাবিক জীবন। একরোখা এই জীবনে হতাশা ও বেদনায় ক্রমেই ভারি হয়ে চলেছে আমাদের দীর্ঘশ্বাস।অনিশ্চিতের বালুচরে স্থবির হয়ে যাচ্ছে আমাদের কোলাহলের জীবন৷ কারোই জানা নেই- কবে এই দমবন্ধ সময় থেকে মুক্তি মিলবে আমাদের!আমরা যারা মুমিন সময়টা তাদের জন্যে নেয়ামত স্বরূপ; আবার প্রচণ্ড ভয়েরও। নেয়ামত এজন্য যে, এই অখণ্ড অবসর আমরা সঁপে দিতে পারি রবের ইবাদতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.