![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/22/og/133202_bangladesh_pratidin_61550868_440945466483281_5039939011397812224_n.jpg)
সরিয়ে দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে
অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে হাসপাতাল পরিচালক আমিনুল হাসানকেও। তার অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব। নতুন মহাপরিচালক কবে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের উচ্চপর্যায়ে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেয়া হয়েছিলো। নতুন করে মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডা আবুল কালাম আজাদ। এখন সরানো হচ্ছে অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল হাসানকে।