শরীয়তপুরে দুই লাখের বেশি মানুষ পানিবন্দি

বাংলা ট্রিবিউন শরীয়তপুর প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ০০:৪০

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের ৬ উপজেলার ৪০ ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এসব এলাকায় প্রায় দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি এবং পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পদ্মার পানি শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। আরও ৪-৫ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও