তহশিলদারের গলায় ছুরি ধরে ডিসিআর লুট যুবলীগ নেতার
নোয়াখালী সদরের মৃধারহাট ভূমি অফিসের তহশিলদার আবদুল হাইয়ের গলায় ছুরি ধরে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে সরকারি ডিসিআর লুট করে নিয়েছে যুবলীগ নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত। তারা অফিসে ঢুকে সহকারী কমিশনারকেও (ভূমি) হুমকি-ধমকি দেয়।
মৃধারহাট ভূমি অফিসের তহশিলদার আবদুল হাই জানান, প্রতিদিনের মতো ১৪ জুলাই তহশিলে বসে কাজ করছিলেন তিনি। দুপুর দেড়টার দিকে নেয়াজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মেজবাহ উদ্দিন শামীম ও তার সহযোগী যুবলীগ নেতা জিয়া উদ্দিন রাব্বির নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার অফিসে হামলা করে চেয়ার, টেবিল ও আলমারিতে লাথি মারে। তাকে ১১৫নং জাহানাবাদ মৌজার সরকারের নদী শ্রেণির ১৬.৫৫ একর জায়গা-সম্পত্তি আত্মসাতের জন্য ডিসিআর কেটে দিতে বলে। তিনি রাজী না হওয়ায় যুবলীগ সভাপতি ও তার লোকজন গলায় ছুরি ধরে জোর পূর্বক ডিসিআর বইতে স্বাক্ষর করিয়ে তা লুট করে নিয়ে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার হুমকি
- ছুরি
- যুবলীগ নেতা