![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/07/21/ukraine-gunman-210720-09.jpg/ALTERNATES/w640/ukraine-gunman-210720-09.jpg)
ইউক্রেইনে বন্দুকধারীর হাতে জিম্মি ২০ বাসযাত্রী
ইউক্রেইনের একটি শহরে এক বন্দুকধারী একটি বাসের প্রায় ২০ যাত্রীকে জিম্মি করেছে। পুলিশ জানায়, গুলির আওয়াজ পেয়েছেন তারা। তবে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায় নি। বন্দুকধারী নিজের কাছে বোমা থাকার হুমকিও দিয়েছে বলে জানান দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানটন হেরাশশেঙ্ক। পুলিশ বাসটি ঘিরে রেখেছে।