আইসিসির সিদ্ধান্ত মেনে নিল অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়াও এমনটাই চাইছিল। করোনার এই পরিস্থিতিতে ১৬ দলের একটা টুর্নামেন্ট আয়োজন কঠিন হবে, বাস্তবতা মেনে নিয়েছিল তারাও। অবশেষে আইসিসির পক্ষ থেকেও ঘোষণা আসল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত।
গত দুই মাস ধরে নানা রকম আলোচনার পর সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত জানায় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী ও আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী নিক হকলে এক বিবৃতিতে বলেন, ‘কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে স্পোর্টিং টুর্নামেন্টগুলোর ওপর প্রভাব ফেলেছে। ক্রিকেটও তার বাইরে নয়।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে