![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Police-arrest-14-in-Mumbai-Hyderabad-for-black-marketing-covid-drug-2007211206.jpg)
কালোবাজারে করোনার ওষুধ বিক্রি, আটক ১৪
বিশ্বের অন্যতম বৃহৎ ও জনবহুল দেশ ভারতে মহামারি করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বেড়ে চলায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে এর ওষুধের চাহিদা। আর এই চাহিদাকে কাজে লাগিয়ে দেশটির বিভিন্ন শহরে চড়া মূল্যে করোনার অন্যতম ওষুধ রেমডেসিভির বিক্রি করছে কালোবাজারিরা। এ ঘটনায় অভিযান চালিয়ে কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত ১৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।