![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/03/10/bashundhora-100320-01.jpg/ALTERNATES/w640/bashundhora-100320-01.jpg)
এএফসি কাপের ‘ই’ গ্রুপে বাকি সব ম্যাচ মালদ্বীপে
করোনাভাইরাসের থাবায় গত মার্চে স্থগিত হয়ে যায় এএফসি কাপের গ্রুপ পর্বের খেলা। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী অক্টোবরে মাঠে গড়াবে এ প্রতিযোগিতা।
‘ই’ গ্রুপের চার দলের মধ্যে দুটি দল মালদ্বীপের (মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ও টিসি স্পোর্টস); একটি ভারতের (চেন্নাই সিটি) ও একটি বাংলাদেশের (বসুন্ধরা কিংস)।
তিনটি দেশের যে কোনো একটিতে বা নিরপেক্ষ কোনো ভেন্যুতে বাকি ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এএফসি। এজন্য ১৭ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আবেদন চেয়েছিল তারা। একমাত্র মালদ্বীপ আগ্রহ দেখায়।