সাহাবুদ্দিন মেডিকেলের এমডিসহ ৩ জনকে রিমান্ডে চায় পুলিশ
করোনার পরীক্ষা নিয়ে প্রতারণা করার মামলায় গ্রেপ্তার রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, একজন চিকিৎসকসহ তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ইতিমধ্যে দুজনকে ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। অপর আসামিকে আদালতে আনা হচ্ছে বলে জানা গেছে।