‘ইনক্রেডিবল’ স্টোকসের সামর্থ্য ছুঁতে পারে আকাশ
ওল্ড ট্রাফোর্ড টেস্ট বলতে গেলে একা হাতে জিতিয়েছেন বেন স্টোকস! দুই ইনিংস মিলিয়ে ২৫৪ রান করেছেন, নিয়েছেন ৩ উইকেট, দল জিতেছে ১১৩ রানে। সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখন ১-১ সমতায় ইংল্যান্ড। সহ-অধিনায়কের প্রশংসায় খুব বেশি কথা খরচ করতে চাননি অধিনায়ক রুট, শুধু বলেছেন এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন স্টোকস যা ছুঁতে পারে আকাশ।
প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে অপরাজিত ছিলেন স্টোকস। দ্রুত রান তোলার জন্য দ্বিতীয় ইনিংসে তাকে ওপেনিংয়ে পাঠান রুট। পঞ্চম দিনের প্রথম সেশনে ৫৭ বলে ৭৮ রানের টি-টুয়েন্টি ইনিংস খেলে সময়ের চাহিদা মিটিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। সেই ইনিংসের কল্যাণে ৩১২ রানের লক্ষ্য দিয়ে উইন্ডিজকে প্রথম সেশনেই ব্যাটে পাঠাতে পারে ইংল্যান্ড। বিরতির আগে ২৫ রানে ৩ উইকেট তুলে নিতে পারে সফরকারীদের।