কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্যবহারকারীর সুরক্ষায় ক্রোমে ফ্ল্যাগ ফিচার

ব্যবহারকারীকে বিপজ্জনক ফর্ম পূরণের মাধ্যম তথ্য চুরি থেকে বাঁচাতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল ক্রোম। ক্রোমের এই ফ্ল্যাগ ফিচার “ঝুঁকিপূর্ণ” সাইট গুলোর স্বয়ংক্রিয় তথ্য পূরণ থেকে ব্যবহারকারীকে ব্যক্তিগত তথ্যের হ্যাকিং-এর হাত থেকে সুরক্ষা দিবে। খবর টেকডোজের এই ফ্ল্যাগ ফিচার “ডিজেবল অটোফিল ফর মিক্সড ফরমস” নামে আসবে এবং ফিচারটি সকল ধরনের তথ্য (যেমন- ইমেইল আইডি, এক্সেসিং অ্যাড্রেস) স্বয়ংক্রিয়ভাবে পূরণ থেকে রক্ষা করবে। তবে এই সুরক্ষা কেবল মাত্র এইচটিটিপি সাইটগুলোর জন্য প্রযোজ্য হবে। এই ফ্ল্যাগ ফিচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঝুঁকিপূর্ণ কোন সাইট পরিলক্ষিত করলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে। সতর্কবার্তায় তথ্য চুরি, ফাঁস এবং হ্যাক হওয়ার সম্ভাবনার কথা “ফর্মে পূরণকৃত তথ্য অনিরাপদ সংযোগের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে এবং আপনার তথ্য যেমন- আপনার পাসওয়ার্ড, ইমেইল, বার্তা বা ক্রেডিট কার্ডের বিবরণ ইত্যাদি প্রেরণ করা হতে পারে, যা তৃতীয় পক্ষের কাছে ফাঁস হতে পারে” এমন ভাবে উল্লেখ থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন