শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি
অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে পুরনো ব্রহ্মপুত্র নদ, মৃগী ও দশানী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার দশমিক চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পর্যন্ত জেলার শেরপুর সদর, শ্রীবরদী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার ১২টি ইউনিয়নের ৬০ গ্রামের প্রায় ১৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।