আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে কোরবানির পশু কেনাবেচার জন্য মেহেরপুরে একটি অনলাইন হাটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে এই হাটের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, মেহেরপুর জেলায় মোট এক লাখ গরু এবং দুই লাখ ছাগল প্রস্তুত রয়েছে। জেলায় গরুর চাহিদা রয়েছে ৭০ হাজার।অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘আমরা “অনলাইন কোরবানির পশুর হাট, মেহেরপুর’’ নামে একটি ফেসবুক ঠিকানা খুলে দিয়েছি এবং তা ব্যাপক প্রচারের ব্যবস্থা করেছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.