![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffile-pic-20200721085115.jpg)
আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ, সিজারে পাওয়া গেল একটি শিশু
ব্রাহ্মণবাড়িয়ায় আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী গর্ভে দুই শিশু। অথচ প্রসবের পর মায়ের কোলে দেয়া হয়েছে এক সন্তান। ওই প্রসূতির পরিবার এখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরেকটি সন্তান দাবি করছে। যদিও আলট্রাসনোগ্রাম রির্পোট ভুল বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের সেবা ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।