![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/syria-asad-225111.jpg)
সিরিয়ায় বাশারের বর্বরতার নতুন নথি প্রকাশ
সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ১৪ হাজার ৪শ’ ২৯ জনকে ব্যাপক নির্যাতন করে হত্যা করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানায়, প্রতিটি হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ পেয়েছে তারা। এসব হত্যার ৯৮ শতাংশে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী জড়িত। ২০১১ সাল থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
এসব হত্যাকাণ্ড এবং সেখানে চলমান মানবাধিকার লঙ্ঘনের জন্য বিবদমান সবপক্ষকে দায়ী করা হচ্ছে। তবে সবচেয়ে ভয়ানক বলা হচ্ছে আসাদবাহিনীর নৃশংসতাকে। ৫২ জনকে নির্যাতন করে হত্যার জন্য তুর্কি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসিডিএফকে দায়ী করা হয়েছে। ৪৩ জনকে হত্যার পেছনে দায়ী সিরিয়ান ন্যাশনাল আর্মি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বর্বরতা
- বাশার আল আসাদ