শহীদ শেখ কামালের নাম ভুলুন্ঠিত করেছেন তরফদার রুহুল আমিন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের নামে চট্টগ্রামে ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা হয়েছে। গত অক্টোবরে মাঠে গড়ানো তৃতীয় এই প্রতিযোগিতায় চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। প্রতিযোগিতায় জিতে তখন যতটা না উৎসব করেছে তারা, পরবর্তী সময়ে ঠিক ততটাই হতাশ হয়েছে। দীর্ঘ আট মাস হতে চললো, এখনও তারা চ্যাম্পিয়ন হিসেবে প্রাইজমানির ৫০ হাজার ডলার হাতে পায়নি। বিষয়টি নিয়ে তারা বেশ ক্ষুব্ধ। ত্যক্ত-বিরক্ত হয়ে এখন ফিফা-এএফসির কাছে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.