![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/7e4c2a94-b569-47b9-b56f-94f952915863-2007191029.jpg)
হাঙ্গর মেরে তেল উৎপাদন, আটক তিন
চট্টগ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদনকৃত তিন হাজার ৬শ’ লিটার হাঙ্গর মাছের তেলসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানার সিনেমাপ্লেক্স এলাকায় এ অভিযান চালানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- হাঙর
- তেল উৎপাদন