চীনকে ‘চাপে রাখতে’ সাগরে ৪ দেশের নৌ মহড়া!
লাদাখ সীমান্তে দিল্লি-বেইজিং চলমান উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যৌথ নৌ মহড়ার খবর পাওয়া গেল। ভারত মহাসাগরে শুরু হবে এই চতুর্দেশীয় নৌ-মহড়া। তবে কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, ১৩ বছর পরে মালাবার নৌ মহড়ায় যোগ দিতে চলেছে অস্ট্রেলিয়া। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্য এবং আগ্রাসন কমানোর জন্য সক্রিয় জাপান ও আমেরিকা জোট বেঁধেছিল ভারতের সঙ্গে। শুরু হয়েছিল মালাবার ত্রিদেশীয় নৌ মহড়া। গোটা পরিকল্পনাটি ছিল কৌশলগতভাবে চীনকে জলপথে চাপে রাখার জন্য। পরে মূলত আমেরিকার উদ্যোগে ২০০৭ সালে অস্ট্রেলিয়া যোগ দেয় ওই মহড়ায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নৌ মহড়া