![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/19/62c23681c46d0f28b6959ab516568911-5f13d68a468fe.jpg?jadewits_media_id=1547943)
সুশান্তের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অঙ্কিতার প্রস্তাব
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের আত্মহত্যার পর সব মান–অভিমান ভুলে ছুটে এসেছেন অঙ্কিতা। সুশান্তের শেষকৃত্যের প্রার্থনায় অংশ নিয়েছেন। সুশান্তের গ্রামের বাড়ি পাটনায়ও গেছেন। সুশান্তের বাবা আর অঙ্কিতা কথাও বলেছেন মুখোমুখি। সুশান্তের বাবা তাঁর ছেলের প্রেমিকা হিসেবে কেবল অঙ্কিতাকেই চিনতেন। কৃতি শ্যাননকেও চিনতেন না, রিয়া চক্রবর্তীকেও নয়।
সুশান্তের মৃত্যুর এক মাস পেরোলে অঙ্কিতা মেগাসিরিয়াল পবিত্র রিশতার একটি ছবি পোস্ট করেছিলেন। আর এবার শোনা যাচ্ছে, প্রযোজক ও পরিচালক একতা কাপুরকে অঙ্কিতা জনপ্রিয় এই মেগা সিরিয়ালের সিকুয়েল বানানোর প্রস্তাব দিয়েছেন। আর একতা কাপুরেরও মনে ধরেছে এই আইডিয়া।