করোনা সামলাতে নেদারল্যান্ডসে ১০ লাখ মিঙ্ক হত্যা, স্পেনও মারবে এক লাখ
নভেল করোনাভাইরাস মহামারি ইউরোপের পশম ব্যবসায়ের মারাত্মক ক্ষতি করেছে। পশুদের শরীরেও সংক্রমিত হচ্ছে করোনাজনিত কোভিড-১৯ রোগ। পরিস্থিতি সামাল দিতে স্পেন এক লাখ মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া নেদারল্যান্ডস বিভিন্ন ফার্মে এরই মধ্যেই ১০ লাখ বেজি জাতীয় এই প্রাণী মেরে ফেলেছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
মিঙ্কের চামড়া পশমশিল্পে বহুল ব্যবহৃত। কিন্তু করোনাকালে দীর্ঘদিন কাজ না হওয়ায় ইউরোপের ফার্মগুলোতে মিঙ্কের সংখ্যা অস্বাভাবিক বেড়়ে গেছে। আর মিঙ্ক সংক্রমিত হয়েছে করোনাভাইরাসে।