![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/alcbaljvcbav-a-2007190421.jpg)
দেশের আকাশে চাঁদের সঙ্গে পাঁচ গ্রহের নৃত্য দেখা যাবে আজ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ১০:১৫
মহাবিশ্বে নানা সময়ে ঘটে যাওয়া নানা বিস্ময়কর ঘটনা দেখে থাকেন বিশ্ববাসী। আজ তেমনই এক মহাজাগতিক এই ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আজকের দিনে চাঁদের সঙ্গে আরো পাঁচটি গ্রহকে দেখা যাবে আকাশে। কোনো টেলিস্কোপ ছাড়াই একেবারে খালি চোখে দেখা যাবে গ্রহগুলোকে।