রূপান্তরের ফলে আরো সংক্রামক হয়ে উঠছে করোনা!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ১০:১০
বিশ্বব্যাপী এখন যে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে, এটি উহানে প্রথমবার শনাক্ত হওয়া সেই ভাইরাসের মতো আর নেই। সার্স-কভ-২ ভাইরাসটি ছড়িয়ে পড়ার পথেই বদলে ফেলছে নিজের বৈশিষ্ট্য। বিজ্ঞানীদের চোখে করোনাভাইরাসের হাজারও রূপান্তর (মিউটেশন) ধরা পড়লেও এর মধ্যে মাত্র একটিতে ভাইরাসটি তার স্বভাব বদলেছে।