বার্সেলোনার স্টেডিয়ামের নাম মেসির নামে হোক, চাইছেন আলভেজ

প্রথম আলো স্পেন প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ১০:০৮

বার্সেলোনায় কাটিয়ে গেছেন ক্যারিয়ারের স্বর্ণসময়। ক্লাবের অবস্থা একটু খারাপ দেখলেই মন কাঁদে তাই ব্রাজিলের কিংবদন্তি রাইটব্যাক দানি আলভেজের। বার্সায় যখন ছিলেন, মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকেদের সঙ্গে গড়েছিলেন এক সাম্রাজ্য। আজ দানি আলভেজও নেই ক্লাবে, চলে গেছেন পুয়োল-জাভি-ইনিয়েস্তারাও। বয়সী পিকে-বুসকেটসদের নিয়ে ক্লাবটাকে যেন একাই টানছেন লিওনেল মেসি। কিন্তু একা আর কতটুকু হয়? যদি ক্লাব-সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্যটুকুও না পাওয়া যায়?

দিনশেষে ফুটবল তো সেই এগারোজনের খেলাই! ফলে বার্সার অবস্থাও আর আগের মতো নেই। আগে যে ক্লাবটা এক মৌসুমেই ছয়টা শিরোপা জিতেছে, চলতি মৌসুমে একটা শিরোপাও না জেতার শঙ্কা ঘিরে ধরেছে ক্লাবটাকে। আর তা দেখে কষ্ট হচ্ছে সাবেক তারকা দানি আলভেজের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও