প্যাকেটজাত খাবার থেকেও করোনা সংক্রমণ

সময় টিভি চীন প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ১০:১১

করোনাভাইরাসের মহামারী তাণ্ডবে বিপর্যস্ত পুরোবিশ্ব। প্রতিদিনই বেড়ে চলছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতেও মানুষের কর্মব্যস্ততারও কমতি নেই। তাই কর্মব্যস্ত জীবনে প্যাকেটজাত ‘ফ্রোজেন ফুড’-এর চাহিদা বেড়েছে। কিন্তু এই প্যাকেটজাত খাদ্য থেকেও করোনায় ছড়ায় কী না সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি চীনে হিমায়িত চিংড়ির প্যাকেটে করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে। ফলে কোনও খাবার খাওয়ার আগে তা ভালো করে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। যদিও বিজ্ঞানীদের মতে ফ্রোজেন খাবার খেয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ প্যাকেটজাত খাবার খেয়ে শ্বাসকষ্ট হয়েছে এখনও এমন কোনও প্রমাণ মেলেনি। বিজ্ঞানীদের মতে এটি হাঁশি বা কাশি থেকেই সবচেয়ে বেশি ছড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও