![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/sus-2007190358.jpg)
সুশান্তের আত্মার সঙ্গে কথোপকথন প্যারানরমাল বিশেষজ্ঞের, প্রমাণ ভিডিওতে
সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে ওলট-পালট পুরো বলিউড। আলোচনা, তর্ক-বিতর্ক এখনো চলছে। এবার জনপ্রিয় প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফের ভিডিওতে নতুন রহস্যের জন্ম নিয়েছে! তার দাবি, বিশেষ যন্ত্রের সাহায্যে সুশান্তের আত্মার সঙ্গে কথা বলেছেন তিনি।