রূপান্তরের ফলে আরও সংক্রামক হয়ে উঠছে করোনা?
বিশ্বব্যাপী এখন যে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে, এটি উহানে প্রথমবার শনাক্ত হওয়া সেই ভাইরাসের মতো আর নেই। সার্স-কভ-২ ভাইরাসটি ছড়িয়ে পড়ার পথেই বদলে ফেলছে নিজের বৈশিষ্ট্য। বিজ্ঞানীদের চোখে করোনাভাইরাসের হাজারও রূপান্তর (মিউটেশন) ধরা পড়লেও এর মধ্যে মাত্র একটিতে ভাইরাসটি তার স্বভাব বদলেছে। ফলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে- এই রূপান্তর কি ভাইরাসটিকে আরও সংক্রামক বা মানুষের জন্য আরও বেশি প্রাণঘাতী করে তুলছে? এটি কি করোনা ভ্যাকসিনের সফলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে? বিজ্ঞানীরা কী বলছেন?
সাধারণ ফ্লু ভাইরাসের তুলনায় করোনাভাইরাসের রূপান্তর হচ্ছে বেশ ধীরে। জনসংখ্যা ও ভ্যাকসিনের দিক থেকে প্রাকৃতিকভাবে প্রতিরোধী হয়ে ওঠার কোনও তাড়াহুড়ো নেই এটির। এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণের রীতি অনেকটা একই রয়েছে। বিজ্ঞানীরা করোনার উল্লেখযোগ্য একটি রূপান্তরের নাম দিয়েছেন ডি৬১৪জি।