বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিল পুলিশ, দিল সহায়তা
বেলা তখন ১১টার মতো। স্পিডবোট থেকে পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তা ভাগনগরকান্দি গ্রামের পানিবন্দী একটি বাড়ির পাশে নামেন। দূর থেকে দেখে গ্রামের লোকজন অজানা আতঙ্কে এদিক–ওদিক চলে যাচ্ছিলেন। পুলিশ সুপার নিজেই তাঁদের থামতে বললেন। তাঁকে দেখে গ্রামবাসী ভয় পেয়েছেন কি না, জানতে চাইলেন। কেউ কেউ মাথা নিচু করে বললেন, ‘স্যার আমরা মনে করছিলাম আপনেরা কাউকে ধরতে আইছেন। তাই ঝামেলা এড়াতে সরে পড়ছিলাম।’ পরে যখন তাঁদের কাছে বন্যার ক্ষয়ক্ষতির কথা শুনে চালের ব্যাগ ধরিয়ে দেন, তখন অনেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন। দ্রুত এ খবর ছড়িয়ে পড়ল গ্রামে। মুহূর্তে পানিবন্দী মানুষের ঢল নামল সেখানে। এভাবে আজ নাটোর জেলা পুলিশের দল শনিবার দিনভর সিংড়া উপজেলার শতাধিক বন্যাপীড়িত পরিবারের মধ্যে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল খাদ্যসামগ্রী নিয়ে স্পিডবোটে সিংড়ার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা, ভাগনগরকান্দি এবং পৌরসভার মশিন্দা ও পরানহাটি এলাকায় যায়। তারা বাড়ি বাড়ি গিয়ে দুর্গত পরিবারগুলোকে ১০ কেজি করে চাল দিয়ে আসে।